তজুমদ্দিনে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩


তজুমদ্দিনে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ হাজার ৭শত কৃষকের মাঝে  উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা মিলনায়তনে স্থানীয় কৃষকদের মাঝে সরিষা, গম, ভুট্টা, চীনা বাদাম, মুগ ডাল ও সূর্যমুখীর বীজ বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শুভ দেবনাথ এর সভাপতিত্বে
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার ৭শত জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। তমধ্যে সরিষা ১৬৬০ জন, গম ২৫০ জন, ভুট্টা ১২০, সয়াবিন ৪০০ জন, চীনা বাদাম ১১০ জন, মুগ ডাল ৩৭৫ জন, খেশারী ২৩৫ জন, সূর্যমুখী ৫৫০ জন কৃষককে এসব প্রণোদনা দেয়া হবে। সাথে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৩:৩৫ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ