শিক্ষাকে অধুনিকায়নসহ গুনগত মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী-এমপি মহিব

প্রথম পাতা » পটুয়াখালী » শিক্ষাকে অধুনিকায়নসহ গুনগত মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী-এমপি মহিব
শুক্রবার ● ৩ নভেম্বর ২০২৩


শিক্ষাকে অধুনিকায়নসহ গুনগত মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী-এমপি মহিব

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

শিক্ষক সমাবেশে এমপি মহিব্বুর রহমান মহিব বলেন, শিক্ষাকে অধুনিকায়নসহ গুনগতমান উৎকর্ষ এ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের প্রথম দিনেই সারা দেশে বিনামূল্যে বই দিচ্ছেন। শিক্ষা ভাতা বাড়িয়েছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন দিয়েছেন। শিক্ষদের বেতন ভাতা, সুবিধা, সম্মান বাড়িয়েছেন। শিক্ষকদের মুল্যায়ন করে পুরস্কৃত করছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক বিজ্ঞান, কম্পিউটার ল্যাব স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করেছেন। সফল প্রধানমন্ত্রী জাতির পিতার যোগ্য কন্যা হিসাবে এটি মানবতার নেত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষক সমাবেশ ও নতুন কারিকুলাম নিয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল স্মৃতি অডিটোরিয়ামে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর মহিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার।

সমাবেশে ১৭৫ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ২৬ টি মাদ্রাসা ও ১০ টি কলেজের ৭ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১২টি সম্মাননা পদক প্রদান করা হয়।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২৩ ● ১৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ