আমতলীতে ভুতুরে সিবিসি রিপোর্ট!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ভুতুরে সিবিসি রিপোর্ট!
শুক্রবার ● ৩ নভেম্বর ২০২৩


আমতলীতে ভুতুরে সিবিসি রিপোর্ট!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলার সময় মেডিকেয়ার এন্ড হসপিসে ভুতুরে সিবিসি রিপোর্ট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী পুলিশ কনেষ্টেবল আল আমিন বরগুনা সিভিল সার্জনের কাছে অভিযোগ দিয়েছেন।
জানাগেছে, বরগুনা জেলায় কর্মরত পুলিশ কনেষ্টবল আল আমিন গত ২১সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনা পুলিশ হাসপাতালে ভর্তি হন। ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিবিসি টেষ্ট করানোর জন্য নির্দেশ দেন। নির্দেশ মতে তিনি আমতলী সময় মেডিকেয়ার এন্ড হসপিসে সিবিসি টেষ্ট করেন। ওই টেষ্টে তার প্লাটিলেট কাউন্ড হয়েছে মাত্র ৪৯হাজার। এ রিপোর্ট পেয়ে তিনি মানুষিকভাবে ভেঙ্গে পরেন। পরে তিনি বেলভিউ এবং সেবা ডায়াগনিষ্টিক সেন্টারে সিবিসি রিপোর্ট করেন। ওই দুই ডায়াগনিইষ্টক সেন্টার তার প্লাটিলেট আসে এক লক্ষ ৩৮ হাজার ও এক লক্ষ ৩২ হাজার। পুলিশ কনেষ্টেবল আল আমিনের অভিযোগ সময় মেডিকেয়ার এন্ড হসপিস কর্তৃপক্ষ ভুতুরে রিপোর্ট করায় তিনি আর্থিক, মানষিক ও শারীরীকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এর প্রতিকার চেয়ে আল আমিন বরগুনা সির্ভিল সার্জনের কাছে অভিযোগ দিয়েছেন।
ক্ষতিগ্রস্থ পুলিশ কনেষ্টেবল আল আমিন অভিযোগ করে বলেন, সময় মেডিকেয়ার এন্ড হসপিস কর্তৃপক্ষ ভুতুরে রিপোর্ট দিয়ে আমাকে আর্থিক, মানষিক ও শারীরীকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এর প্রতিকার চেয়ে বরগুনা সিভিল সার্জনের কাছে অভিযোগ দিয়েছি।
সময় মেডিকেয়ার এন্ড হসপিসের পরিচালক পলাশ তালুকদার বলেন, একটি মহল আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের রিপোর্ট সঠিক আছে।
বরগুনা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফজলুল হক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আমতলী  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ বলেন, যথা সময়েই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রতিবেদন দেয়া হবে।

এমএইচকে/এমআর

 

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৫২ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ