আমতলীতে সন্ত্রাসীদের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে সন্ত্রাসীদের বিচার দাবিতে মানববন্ধন
শুক্রবার ● ৩ নভেম্বর ২০২৩


আমতলীতে সন্ত্রাসীদের বিচার দাবিতে মানববন্ধন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের হতদরিদ্র জব্বার হাওলাদার ও তার পরিবারের ওপর হামলাকারী সন্ত্রাসী মান্নান, নাঈম, দেলোয়ার ও জামালের শাস্তি দাবীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার বিকেলে গুলিশাখালী বাজারে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধীক নারী পুরুষ অংশ নেয়।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের জব্বার হাওলাদারকে আমতলী ভুমি অফিস এক একর জমি বন্দোবস্থ দেয়। এলাকার প্রভাবশালী মান্নান মিয়া হতদরিদ্র জব্বারকে ওই জমি তার নামে দলিল করে দিতে চায় দেয়। এ জমির দলিল দিতে অস্বীকার করায় গত শনিবার রাতে সন্ত্রাসী মান্নান, নাঈম, দেলোয়ার ও জামাল হতদরিদ্র জব্বারের বাড়ীতে হামলা চালায়। তাদের হামলায় জব্বার, তার কলেজপড়–য়া কন্যা সুমা ও স্ত্রী শাহাভানু গুরুতর জখম হয়। এ ঘটনায় আমতলী থানায় এবং বরগুনা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচার দাবীতে এলাকাবাসী  শুক্রবার বিকেলে মানববন্ধন করেছে। ইউপি সদস্য জসিম উদ্দিন খোকনের সভাপতিত্বে গুলিশাখালী বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কুট্টি মিয়া, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের গুলিশাখালী ইউনিয়ন সভাপতি মনিন্দ্র চন্দ্র মাঝি ও কাঞ্চন আলী ফকির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুত ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী মান্নান, নাঈম, দেলোয়ার ও জামালকে গ্রেপ্তারের দাবী জানান।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনার এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের দ্রুত গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

 

 

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৬:০০ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ