পানিতে ডুবে শিশুমৃত্যু রোধেগলাচিপায় বিশেষ সাঁতার প্রশিক্ষণ ‘মন্থন’ শুরু

প্রথম পাতা » পটুয়াখালী » পানিতে ডুবে শিশুমৃত্যু রোধেগলাচিপায় বিশেষ সাঁতার প্রশিক্ষণ ‘মন্থন’ শুরু
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩


গলাচিপায় বিশেষ সাঁতার প্রশিক্ষণ ‘মন্থন’ শুরু

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে এবার এক অভিনব উদ্যোগ নিয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন। শিশু মৃত্যুরোধে সাঁতার প্রশিক্ষণ বিষয়ক এই বিশেষ প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘মন্থন’। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিপিসি প্রাথমিক বিদ্যালয় ও বিপিসি হাইস্কুল এ্যান্ড কলেজের প্রায় ৭০ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। প্রশিক্ষণে বিপিসি বিদ্যালয়ের সামনের পুকুরটিতে সাতার প্রশিক্ষণ দেয় উপজেলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সদস্যরা। প্রশিক্ষণের সময় পুকুরের চারপাশে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।


এসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২২:৫৩ ● ৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ