গোপালগঞ্জে জলসাঘর’র আড্ডা ও পিকনিক

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে জলসাঘর’র আড্ডা ও পিকনিক
শনিবার ● ২৮ অক্টোবর ২০২৩


গোপালগঞ্জে জলসাঘর’র আড্ডা ও পিকনিক

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে জীবনের জলসাঘর ৩য় বর্ষ শেষ করে ৪র্থ বর্ষে পর্দাপন উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান জলসা আড্ডা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর)  সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সুবল চন্দ্র সরকারের বাড়ির আঙ্গিনায় এ জলসা আড্ডা ও পিকনিক অনুষ্ঠিত হয়।
জলসা আড্ডা ও পিকনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. অসিম সরকার।  প্রধান আলোচক হিসেবে ছিলেন সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস খোকন, বিশেষ আলোচক বাংলা একাডেমি ডেপুটি ডিরেক্টর তপন বাগচী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলী শেখ, সাতপাড় সরকারি নজরুল কলেজের সহকারী অধ্যাপক আশিস কুমার বাগচি, গোপালগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস,  যুগ্ম সাধারণ সম্পাদক হেমন্ত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
জলসা আড্ডা অনুষ্ঠানটি  রাখাল কিশোর ঠাকুরের সভাপতিত্বে সঞ্চালনা করেন জীবনের জলসাঘরের এডমিন প্রভাষক মহানামব্রত দীপ সরকার।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫০:২৩ ● ১৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ