নেছারাবাদে ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে টাকা দাবি!

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে টাকা দাবি!
বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০২৩


নেছারাবাদে ইউএনও’র ফোন নাম্বার ক্লোন করে টাকা দাবি!

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল্লাহ মজুমদারের অফিসিয়াল মোবাইল ফোন নাম্বার ক্লোন করে জনপ্রতিনিধিদের নিকট জি আর চালের বরাদ্ধের কথা বলে টাকা চাচ্ছে একটি প্রতারক চক্র।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ওই চক্রটি নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে সোহাগদল ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ মিয়ার কাছে চাল বরাদ্ধের কথা বলে টাকা দাবি করে। ইউপি চেয়ারম্যান এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ছিলেন এবং বিষয়টি তাৎক্ষনিকভাবে তাকে অবহিত করেন। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার বলেন, তার অফিসিয়াল (০১৩২১-১৩৪০২৮) মোবাইল ফোন নম্বরটি ক্লোন করে জনপ্রতিনিধিদের কাছে ফোন করে জি আর চালের বরাদ্ধের কথা বলে টাকা চাচ্ছে প্রতারক চক্র। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ইউএনও কোন প্রকার টাকা পয়সা লেনদেন না করাসহ সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৮ ● ৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ