কোটালিপাড়ায় শারদীর দূর্গোৎবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কোটালিপাড়ায় শারদীর দূর্গোৎবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০২৩


কোটালিপাড়ায় শারদীর দূর্গোৎবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ছত্রকান্দা গ্রামের গোবিন্দ মল্লিকের বাড়িতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মহা-নবমীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। সোমবার (২৩ অক্টোবর) সন্ধা থেকে গভির রাত পর্যন্ত এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চ্যানেল আই এর নিয়োমিত শিল্পী ঐশী পোদ্দার, চ্যানেল আই ও এটিএন বাংলা শিল্পী আলভিয়া আফরোজ জয়ী, বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আপন রায়, নিয়োমিত শিল্পী পপি সরকার, গিটারিস্ট সাম্য, নাঈম’সহ একঝাক তরুন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেছে
এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপভোগ ও বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা উন্নয়ন প্রতিনিধি সাবেক গনপূর্ত সচিব শহিদুল্লা খন্দকার। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান, কোটালিপাড়া পৌর মেয়র মতিয়র রহমান হাজরা’ কোটালিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আয়নাল হোসেন শেখ, গোপালগঞ্জ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, যুগ্ম সাধরণ সম্পাদক হেমন্ত বিশ্বাস’সহ গোপালগঞ্জ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৩০ ● ১৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ