নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকারদুমকিতে দু’জেলের জেল- জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকারদুমকিতে দু’জেলের জেল- জরিমানা
রবিবার ● ২২ অক্টোবর ২০২৩


দুমকিতে দু’জেলের জেল- জরিমানা

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর হুমকিতে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে মোঃ সাইদুল ইসলাম মৃধা (৫০) নামের এক জেলেকে এক মাসের কারাদণ্ড ও মাঈনুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল রবিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোঃ আলো ইমরান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে ধৃত সাইদুল ইসলাম মৃধা ও মাঈনুল ইসলামকে এ জেল- জরিমানার দণ্ডাদেশ দেন।
এর আগে একই দিন সকাল ১১টার দিকে উপজেলার পাতাবুনিয়া ফেরীঘাট সংলগ্ন পায়রা নদীতে নিষেধাজ্ঞা লঙ্ঘণ করে ইলিশ শিকারকালে মৎস্য বিভাগের নিয়মিত অভিযানে নৌকা জালসহ বাপ-বেটাকে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত আসামীদ্বয়ের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী  বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে।
অভিযানে অংশ নেন বরিশালের বিভাগীয় উপ পরিচালক নৃপেন্দ নাথ বিশ্বাস, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম,  নির্বাহী ম্যাজিস্ট্রেড,  দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, দুমকী থানা পুলিশ এবং কোস্ট গার্ডের স্পেশাল টিম।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এমআর

বাংলাদেশ সময়: ২০:১৮:১৯ ● ৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ