আমতলীতে বরশিতে ১৭কেজি ওজনের পাঙ্গাস!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বরশিতে ১৭কেজি ওজনের পাঙ্গাস!
শনিবার ● ২১ অক্টোবর ২০২৩


আমতলীতে বরশিতে ১৭কেজি ওজনের পাঙ্গাস!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

পায়রা নদীতে শুক্রবার রাতে এক  জেলের বরশিতে ১৭ কেজি ওজনের পাঙ্গাস মাছ ধরা পরেছে। স্থানীয় বাজারে মাছটি ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। আড়ৎদার ফোরকান চৌকিদার কয়েক বছরের সেরা পাঙ্গাস বলে দাবী করেছেন ।
জানাগেছে,  উপজেলার বালিয়াতলী গ্রামের সেরাজুল নামের এক জেলে শুক্রবার বিকেলে পায়রা নদীতে বরশি ফেলে। রাত ৮ টার দিকে তার বরশি তুলতে গিয়ে বিশাল আকারের এক পাঙ্গাস দেখতে যায়। পরে মাছটি নৌকায় তুলে ওই রাতেই বিক্রির জন্য আমতলী বাজারে নিয়ে আসে। বাজারের ভাই ভাই মৎস্য আড়তে ওই মাছটি ওজন করা হয়।  এতে মাছটির ১৭ কেজি ওজন হয়। আড়ৎদার ফোরকান চৌকিদার মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করেন।
জেলে সেরাজুম বলেন, মাঝে মাঝে বরশিতে পায়রা নদীতে পাঙ্গাশ ধরা পড়ে। তবে এতো বড় পাঙ্গাশ বিগত কয়েক বছরে পাইনি। ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যে মাছটি পেয়ে ভালোই হয়েছে। পরিবার পরিজন নিয়ে ভালোই চলবে।
পাইকারী মাছের আড়ৎদার ফোরকান  চৌকিদার বলেন, কয়েক বছরের সেরা এ পাঙ্গাশ মাছটি।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন,  জেলোরা মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিক ভাবে পালন করায় পায়রা নদীতে বড় ধরনের মাছ পাওয়া যাচ্ছে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৩:৪৫ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ