কাউখালীতে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে জরিমানা
শুক্রবার ● ২০ অক্টোবর ২০২৩


কাউখালীতে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে ব্যবসায়িকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করার দায়ে এক ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(১৯ অক্টোবর) দুপুরে উপজেল সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.বায়েজিদুর রহমান উপজেলার দক্ষিন বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন কিটনাশক বিক্রির অপরাধে ব্যবসায়ি বাসুদেব কুন্ডুকে দশ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে দক্ষিন বাজারের মেসার্স সাগর স্টোর থেকে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে, এছাড়া লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-অনুসারে মেসার্স সাগর স্টোররের মালিক বাসুদেব কুন্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে চিরাপাড়া একটি কনফেকশনারী দোকানের মালিক লিমনকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
অভিযানের সময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রদীপ কুমার হালদার।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:৩০ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ