বাবুগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করনের দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করনের দাবিতে মানববন্ধন
রবিবার ● ১০ মার্চ ২০১৯


---

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি জাতীয়করনের দাবিতে মানববন্ধন করেছেন। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে ৬১৯ জন ন্যাশনাল সার্ভিস কর্মী এ মানববন্ধন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীনে ৩১ মে ২০১৬ থেকে ৩১ মে ২০১৮সাল পর্যন্ত ৬১৯জন বেকার যুবকে ন্যাশনাল সার্ভিসের আওতায় বিভিন্ন দফতরে দুই বছর মেয়াদে চাকরি প্রদান করা হয়। দুই বছর মেয়াদ শেষে এ প্রকল্পটি বন্ধ করে দেয়া হলে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এ মানববন্ধে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল,আ’লীগের সাংগঠনিক সস্পাদক শাহরিয়া আহম্মেদ শিল্পী,রহমতপুর ইউপির আ’লীগের সাধারণ সস্পাদক শহিদুল ইসলাম মল্লিক,যুবলীগ নেতা মোস্তাক আহম্মেদ রিপন, ন্যাশনাল সাভির্সের আহ্বায়ক মোঃ বেল্লাল খান, যুগ্ম আহ্বায়ক মোঃ ফিরোজ মোল্লা, মোঃ শফিকুল ইসলাম, মারুফ খান, মোঃ রাশেল, মোঃ গিয়াস উদ্দিন, মোসাঃ সিমু আক্তার, ইমরান মোল্লা প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:০২:১৬ ● ৪০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ