কাউখালীতে ৪৬পূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের আর্থিক অনুদান প্রদান

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৪৬পূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের আর্থিক অনুদান প্রদান
সোমবার ● ১৬ অক্টোবর ২০২৩


কাউখালীতে ৪৬পূজা মন্ডপে মহিউদ্দিন মহারাজের আর্থিক অনুদান প্রদান

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৬ টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে  উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মহারাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক,  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল বরন ঘোষ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, গাজী সিদ্দিকুর রহমান, মদন মোহন জিউর আখড়া বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত সাহা, পবিত্র সূতার, ইন্দ্রজীৎ পাল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৪৬টি পূজা  মন্ডপের সভাপতি-সম্পাদক ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মহিউদ্দিন মহারাজ তার নিজস্ব তহবিল থেকে কাউখালী কেন্দ্রীয় মদন মোহন জিউর আাখড়া বাড়ি মন্দিরে ১ লক্ষ টাকা,  আসপদ্দি মন্দিরে ২৫ হাজার টাকা এবং বাকী প্রতিটি মন্দিরে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৬:৩৯ ● ১২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ