পবিপ্রবি’র প্রধান প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি!

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবি’র প্রধান প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি!
রবিবার ● ১৫ অক্টোবর ২০২৩


পবিপ্রবি’র প্রধান প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি!

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ ইউনুচ শরীফকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন জলিশা গ্রামের বাসিন্দা মৃত নাজিম শরীফের ছেলে আবদুল জব্বার শরীফ (৪৫) নামের জনৈক ব্যক্তি গতকাল রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান প্রকৌশলীর দপ্তরে ঢুকে তাকে (ইউনুচ শরীফ) মারতে উদ্যত, অশ্লীল গালাগাল, টেবিলের গ্লাস ও কম্পিউটারের মনিটর ভাংচুর এবং ক্যাম্পাসের বাইরে পেলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেছে। এ ব্যাপারে প্রধান প্রকৌশলী মোঃ ইউনুচ শরীফ বাদি হয়ে অভিযুক্তের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছন।
হুমকি ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে জব্বার শরীফ বলেন, ভিন্ন একটি অভিযোগ তিনি রেজিষ্ট্রারের কাছে ফরোয়ার্ড করেছেন কিনা জানতে গেলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। মারধর, ভাংচুরের ঘটনা সঠিক নয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।


আরএম

বাংলাদেশ সময়: ২০:১৯:১৩ ● ১২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ