গলাচিপায় ইলিশ ব্যবস্থাপনা টাস্কর্ফোসের সভা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ইলিশ ব্যবস্থাপনা টাস্কর্ফোসের সভা
মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩


গলাচিপায় ইলিশ ব্যবস্থাপনা টাস্কর্ফোসের সভা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় টাস্কর্ফোস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা টাস্কর্ফোস কমিটির বাস্তবায়নে ও উপজেলা মৎস্য অধিদপ্তর কতৃক আয়োজিত সভায় “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”-এই প্রতিপাদ্যের আলোকে উপজেলা মৎস্য অধিদপ্তর কতৃক মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়নে উপজেলা টাস্কর্ফোস কমিটির সভা ও স্টেক হোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এর সঞ্চালনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ টাস্কর্ফোস কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, সোহাগ রহমান, দৈনিক বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি সঞ্জিব দাসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ। উল্লেখ থাকে যে, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩, ১২ অক্টোবর হতে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ,পরিবহন,মজুদ,বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং দ-নীয় অপরাধ। তাই সকল মৎসজীবীদেরকে এই ২২ দিন মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য প্রতিটি ইউনিয়নে মাইকিং করে জানানো হয় এবং এই কদিন নদী সহ সাগরে অভিযান ও মোবাইল কোর্ট অব্যহত থাকবে বলে সভায় জানানো হয়। এছাড়াও সভায় উপস্থিত সকলের মতামত প্রকাশ ও সরকারি বিধিমালা অনুযায়ী এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদ- অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দ-ে দ-িত করা হবে বলে জানান।

 

 

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৩:৫৪ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ