ডাকাতের হামলায় আহত-১১চরফ্যাশনে সাগরে ঝাঁপ দিয়ে রক্ষা পেল ১৫জেলে

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ডাকাতের হামলায় আহত-১১চরফ্যাশনে সাগরে ঝাঁপ দিয়ে রক্ষা পেল ১৫জেলে
মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০২৩


চরফ্যাশনে সাগরে ঝাঁপ দিয়ে রক্ষা পেল ১৫জেলে

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের মেঘনায় ইলিশ ধরা ট্রলারে ডাকাতের আঘাতে নদীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন ১৫ জেলে। নৌকার মধ্যে পালিয়ে থাকা ১১জেলেকে পিটিয়ে মারাত্মক জখম করেছে। তাদেরকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) রাত ১২টায় গভীর সমুদ্রে তিনচর ও হাতিয়া চর এলাকায় এই  ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতির ঘটনায় হামলা শিকার হন চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের আলমগীর মাঝির ট্রলারের মো. খায়ের (৩৫), মো. অজিউল্লাহ (৫৫), মো. নুর আলম (৩২), মো. খোকন (৩৫), মো. ফয়সাল (২৮), আঃ খালেক(৬০), ও মো. মিন্টু (৩৫)। লালমোহন উপজেলার ধুলিগৌড়নগর ইউনিয়নের আক্তার মাঝির ট্রলারের মো. নুরনবী (৪০) মো. নজরুল ইসলাম (৩৫) মো. জলিল (৫৮) ও মো. আকতার (৪০)।
ডাকাতের হামলার শিকার গুরুতর আহত জেলে নূরনবী জানান, ট্রলারে ১৬ জন জেলে ছিলো। ডাকাত আক্রমণ শুরু করলে তাদের হাত থেকে বাঁচতে মার খেয়ে নদীতে ঝাঁপ দেয় ১৫জেলে। আমি ইঞ্জিন রুমে পালিয়ে ছিলাম। আমাকে ধরে বেধড়ক মারধর করে এবং আমাদের ট্র্র্রলারে থাকায় মাছ ও সরঞ্জামাদি নিয়ে যায়। তিনি আরো জানান, মাছ ধরে আসার সময় হাতিয়ার চর এলাকায় নোঙ্গর করা অবস্থায় হামলার এ ঘটনা ঘটায়। ডাকাত দলের বোটের নাম মের্সাস আনোয়ারা।
অপর দিকে আহত আলমগীর মাঝি জানান, তার ট্রলারে ১২জন জেলে ছিলো। ডাকাতের হামলা থেকে বাঁচতে সবাই নদীতে ঝাঁপ দেয়। কিন্তু ভাগি মিন্টু ঝাঁপ না দিতে পারায় তাকে আটক করে বেধড়ক মারধর করে। তাদের ট্রলার থেকে ইলিশ জালসহ প্রায় পাঁচলক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায। তাদেরকে তিনচর এলাকা নামক স্থানে ডাকাতি করে।
আলমগীর মাঝি আরো জানান, অন্য ট্রলার থেকে তেল নিয়ে সামরাজ ঘাটে যায়।
চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক ডাক্তার শায়লা আমিন বলেন, ডাকাতের হামলায় আহত জেলেদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৪৮ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ