কাউখালীতে তাল গাছের চারা রোপণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে তাল গাছের চারা রোপণ
সোমবার ● ৯ অক্টোবর ২০২৩


কাউখালীতে তাল গাছের চারা রোপণ

কাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে পিরোজপুরের কাউখালীতে চার হাজার তাল গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
সোমবার (১০অক্টোবর) কাউখালী সদর ইউনিয়নের গোসনতারা আল-মদিনা জামে মসজিদ ও ইসলামিক দাওয়া সেন্টার উদ্যোগে  মসজিদ চত্বরে একটি তাল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। মসজিদের মুতাওয়াল্লি আব্দুল মান্নান এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির(জেপি)সাধারন সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল,সমাজসবক আব্দুল লতিফ খসরু,ইউপি সদস্য  মো. আজম খান এবং যশোরের অভয়নগরের তাল গাছ চাষী চিত্তরঞ্জন দাস প্রমূখ।
পরিবেশ রক্ষা এবং বজ্রপাতের চাপ কমাতে প্রবাসী আব্দুল মানিক এর সহযোগীতায় এবং আল-মদিনা জামে মসজিদ ও ইসলামিক দাওয়া সেন্টার উদ্যোগে খোলা জায়াগা, গাছ-পালাবিহীন নতুন সড়কের পাশে তালের বীজ রোপনের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন  সড়কের ৪ হাজার তালের বীজ রোপন করা হবে।
আব্দুল মানিক জানান, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস থেকে যদি ১০ টি গাছও বড় হয় তাহলে কৃষক ও পথচারীরা যেমন বিশ্রাম নিতে পারবে ঠিক তেমনি বজ্রপাত থেকেও রেহাই পাবে। এ কর্মসূচি স্থানীয় ভাবে চলমান থাকবে। তিনি জানান,বাংলাদেশে তাল গাছ রোপন করে দৃস্টান্ত স্থাপন করেছেন অভয়নগরের তাল গাছ চাষী চিত্তরঞ্জন দাস তার কাছ থেকে চার হাজার চারা সংগ্রহ করে আমার এই কমসূচি শুরু করেছি।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৮:০৯ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ