কলাপাড়ায় মাটির নমুনা সংগ্রহ সংরক্ষণ বিষয়ক সেমিনার

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় মাটির নমুনা সংগ্রহ সংরক্ষণ বিষয়ক সেমিনার
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০২৩


কলাপাড়ায় মাটির নমুনা সংগ্রহ সংরক্ষণ বিষয়ক সেমিনার

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

মাটি পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় সার প্রয়োগের মাধ্যমে শ্রমসাধ্য ফসলের কাংখিত ফলন লাভ সম্ভব। তবে রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে জৈব সার প্রয়োগ করলে এর ফলাফল অতি ভাল এবং এর দীর্ঘ মেয়াদি সুফল ভোগ সম্ভব। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে খাদ্য নিরাপত্তাহীনতা এবং জীবিকা নির্বাহে নারীর নেতৃত্বকে অগ্রাধিকার দিতে হবে।
পটুয়াখালীর কুয়াকাটায় কৃষি উৎপাদনে মাটির নমুনা সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি এবং ফসলের আশানুরূপ ফলন বিষয়ক সেমিনারের আলোচনায় এসব কথা বলেন বক্তারা। একশন এইড বাংলাদের সহযোগিতায় বেসকারী উন্নয়ন সংস্থা আভাসের অয়োজনে বৃহস্পতিবার (৫ অক্টোবর)  বেলা বারোটায় আপন ভুবন সেমিনার হলে অনুষ্ঠিত হয় এ সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ।
আভাসের প্রোগ্রাম অফিসার লাইজু বেগমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কমকর্তা কায়েস মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আভাসের প্রকল্প অফিসার মনিরুল ইসলাম।
সেমিনারে কলাপাড়া উপজেলার চম্পাপুর, লালুয়া ও ডাবলুগঞ্জ ইউনিয়নের সরাসরি কৃষি কাজে জড়িত ৫০ নারী কৃষক অংশগ্রহণ করেন।
কৃষি অফিসার এ আর এম সাইফুল্লাহ বলেন, মানুষের যেমন সাস্থ্য পরীক্ষা করতে হয়, তেমনি মাটিরও পরীক্ষা করাতে হয়। এরফলে সার প্রয়োগ সম্পর্কে সমক্য ধরনা পাওয়া যায়। পরিমানেও কম দিতে হয়। কিন্তু কৃষকরা জানেন না এটি কিভাবে করাতে হয়। মাত্র ৬৭ টাকার বিনিময়ে মাটির এ পরীক্ষা করবে কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী।  আপনারা মাটির নমুনা সংগেহ করে পরীক্ষনের উপযোগী করে দিবেন। ইনস্টিটিউট এর লোকজন এসে নমুনা নিয়ে যাবেন এবং দ্রুততম সময়ে পরীক্ষার ফলাফল বুঝিয়ে দিবেন। কি ধরনের সার, ঔষধ ব্যবহার করবেন সে সম্পর্কে ধারনাও দিবেন। ইচ্ছা করলে স্থানীয় কৃষি অফিসের মাধ্যমেও পরীক্ষা করানোর জন্য নমুনা জমা দিবেন। এরফলে ফসলের উৎপাদন বাড়বে। মাটি ভাল থাকবে।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৭:২৬ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ