গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত
বুধবার ● ৪ অক্টোবর ২০২৩


গলাচিপায় বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ, কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ গলাচিপা উপজেলা শাখা কতৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী -৩ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি, প্রধান বক্তা পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সদস্য সচিব সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এবি এম সুলতান আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হাওলাদার। এছাড়াও আরো উপস্থিত থাকেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আজিজুর রহমান বাবুল ভূইয়া সহ জেলা ও উপজেলা সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ যে সভা শুরুর আগে উপজেলা পরিষদ হলরুমে সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধাের যাচাই বাছাই শুরু হয়ে শেষ হয় বিকাল ৫ টায়। সভায় প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিয়েই সংসদ নির্বাচন হবে তা না হলে খেলা হবে কি করে তাই বিএনপিকে নিয়েই নির্বাচন করা হবে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দিয়ে এই দেশকে কলঙ্ক মুক্ত করেছে। পদ্মা সেতু যখন শুরু করলো তখই দূর্নীতি করেছে বলে অভিযোগ করেন। কিন্তু কানাডা বলেছে কোন দূর্নীতি হয়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু তৈরি করে দেখিয়েছেন। এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, রাস্তা ঘাট, সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।


এসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:০৫ ● ২৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ