গলাচিপায় চরকাজল ইউনিয়ন বিভাজনে মতবিনিময় সভা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় চরকাজল ইউনিয়ন বিভাজনে মতবিনিময় সভা
বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৩


গলাচিপায় চরকাজল ইউনিয়ন বিভাজনে মতবিনিময় সভা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নটি দুর্গম, আয়তনে অনেক বড় হওয়ায় এ উপজেলার বিদ্যমান চরকাজল ইউনিয়নকে বিভক্ত করণে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লা অভিপ্রায় ব্যক্ত করেন। উপজেলায় চরকাজল নতুন ইউনিয়ন করার লক্ষ্যে মাসিক সভায় রেজুলেশন হওয়ার খবরে ইউনিয়ন ও ওয়ার্ডের সীমানা জানতে উৎসুক জনতা আগ্রহী হয়ে পড়েন।
গলাচিপা উপজেলা পরিষদের মাসিক সভায় ইউনিয়ন বিভাজনের প্রস্তাব উত্থাপিত হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় মুখ্য সমন্বয়ক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। সভায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। এসময় সকল বিষয়ের উপরে মতামত পেশ করা হয়। বৃহত্তর চরকাজল ইউনিয়নকে বিভক্তকরণ, রাস্তাঘাট, কৃষি, জনস্বাস্থ্য, স্বাস্থ্য, শিক্ষা, বয়স্কভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ
সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়েও বক্তব্য রাখা হয় এবং সর্বশেষে চরকাজল ইউনিয়ন বিভক্তকরনে উপজেলা পরিষদের মাসিক সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা, আমখোলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনির, চরবিশ^াস ইউপি চেয়ারম্যান বাবুল মুন্সী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সাধারন সম্পাদক সোহাগ রহমান, চরকাজল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান, দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিকোচ হাওলাদার, চরকাজল ইউনিয়নের চরশিবা সাংগঠনিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলম খাঁন, আনিচুর রহমান দফাদার, আ. লীগ নেতা শাহিন গাজী প্রমুখ।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৬ ● ১০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ