পটুয়াখালী-৪ আসনে অধ্যক্ষ সৈয়দ নাসিরের প্রার্থীতা ঘোষণা

প্রথম পাতা » ঢাকা » পটুয়াখালী-৪ আসনে অধ্যক্ষ সৈয়দ নাসিরের প্রার্থীতা ঘোষণা
সোমবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৩


পটুয়াখালী-৪ আসনে অধ্যক্ষ সৈয়দ নাসিরের প্রার্থীতা ঘোষণা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

আমি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। সরকারি প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা হবে। ঘের দখল, চর দখল, জমি দখলসহ সকল দখল কার্যক্রম বন্ধ করা হবে। বন্ধ করা হবে শালিস বাণিজ্য। কৃষকের ব্যবহৃত স্লুইসগেট প্রকৃত কৃষকের নিয়ন্তণে থাকবে- এমনসব জনবান্ধব কর্মকান্ড বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নিজেকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন। তিনি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে আগামি সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বললেন। সোমবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কলাপাড়া-রাঙ্গাবালীকে আধুনিক স্মার্ট ও তথ্য প্রযুক্তি নির্ভর একটি সংসদীয় আসন গড়ে তোলার সুযোগ চাই।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ নাসির উদ্দিন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ^বিদ্যালয়ে ও রাজপথে মিছিল করেছি। ’৭৫ পরবর্তী নৌকায় করে বিভিন্ন গ্রামীণ জনপদে গিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করেছেন। এ ছাড়া এখানকার সব কয়টি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এসময় অন্যান্যের মধ্যে চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির কেরামত, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল লতিফ খালাসী, মাস্টার আবুল কালাম আজাদ, সৈয়দ মোফাজ্জেল হোসেন, রাজিব হোসেন, জারজিজ তালুকদার এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৭:৫০ ● ১৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ