মহিপুরে স্বাস্থ্য সেবায় ৫টাকার ডাক্তার” ক্যাম্পেইনের উদ্বোধন

প্রথম পাতা » কুয়াকাটা » মহিপুরে স্বাস্থ্য সেবায় ৫টাকার ডাক্তার” ক্যাম্পেইনের উদ্বোধন
শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩


মহিপুরে স্বাস্থ্য সেবায় ৫টাকার ডাক্তার” ক্যাম্পেইনের উদ্বোধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

হতদরিদ্র মানুষ ও মৎস্য পেশাজীবীদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পটুয়াখালীর মহিপুরে ”৫ টাকার ডাক্তার” ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মহিপুর থানার আলিপুর বিএফডিসি মার্কেটে সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে মেডএআই এর সার্বিক  সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার জুনায়েদ হাসিব এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য শাহানুর রহমান সুমন, কৃষি বিষয়ক সম্পাদক একেএম খাইরুল আহসান ও লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা।
সপ্তাহে দু’দিন বৃহস্পতি ও শুক্রবার ৫ টাকার বিনিময়ে দেশী ও বিদেশী চিকিৎসকদের সাথে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারবেন জেলে সহ সকল শ্রেনী পেশার মানুষ। এছাড়া মেডএআই মোবাইল এ্যাপসের মাধ্যমে যে কোন সময় এই সেবা নেয়া যাবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ৫ টাকার ডাক্তার স্মার্ট হেলথে রোল মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন জুনায়েদ হাসিব।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৫:৫৩ ● ১২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ