ফলোআপ— কলাপাড়ার আলীপুরে ভাতিজার হাত পায়ের রগ কর্তন; মামলা দায়ের

প্রথম পাতা » কুয়াকাটা » ফলোআপ— কলাপাড়ার আলীপুরে ভাতিজার হাত পায়ের রগ কর্তন; মামলা দায়ের
বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩


 

---

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥ 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুরে সৎ চাচার নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের (৪৫) হাত-পায়ের রগ কর্তনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মোঃ হালিম হাওলাদারের ছোটভাই মামলাটি দায়ের করেন। মহিপুর থানা পুলিশ জানিয়েছে, চাচা শাহীন হাওলাদারসহ ছয়জনের একটি সন্ত্রাসী দল ধারাল অস্ত্র নিয়ে বুধবার রাতে হালিম হাওলাদারের রগ কর্তনের মিশনে অংশ নেয়। এসময় আকস্মিক তারা বাম হাত এবং ডান পায়ের রগ কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। রাত ৯টার দিকে আলীপুরের একটি রেস্তরাঁয় এ ঘটনা ঘটে। ওই রেস্তরাঁর মালিক মোশারেফ জানান, হালিম হাওলাদার নাস্তা খাচ্ছিলেন। এসময় হাতে চাপাতি নিয়ে শাহীন ও তার সঙ্গীরা রেস্তরাঁয় প্রবেশ করে হামলা চালিয়ে ফিল্মি স্টাইলে দ্রুত সটকে পড়ে। তাৎক্ষণিক আশেপাশের লোকজন হালিম হাওলাদারকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে ভিকটিমের ছোটভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে শাহীন হাওলাদারকে প্রধান আসামী করে ৬ জনের নামে মহিপুর থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনও পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি।

মহিপুর থানার ওসি মোঃ ফেরদাউস আলম খান জানান, চাচা শাহীন ও রাসেল হাওলাদারের নেতৃত্বে  বুধবার রাতে হালিম হাওলাদারের হাত-পায়ের রগ কেটে দেবার ঘটনা ঘটেছে। এঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, পরিবারের মধ্যে জমিজমার বিরোধের জের ধরে একাধিক হামলা মামলার ঘটনার পর সর্বশেষ রগ কর্তনের ঘটনা ঘটে।

 

বাংলাদেশ সময়: ১৪:৫৩:১৭ ● ৩৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ