নাজিরপুরে ছেলের নিঃশর্ত মুক্তি চেয়ে মায়ের পোষ্টারিং

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে ছেলের নিঃশর্ত মুক্তি চেয়ে মায়ের পোষ্টারিং
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩


নাজিরপুরে ছেলের নিঃশর্ত মুক্তি চেয়ে মায়ের পোষ্টারিং

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান শেখ শোভনের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে একজন মমতাময়ী মাকে পোষ্টার ছাপিয়ে তা নিজ হাতে উপজেলা সদরের বিভিন্ন জায়গায় লাগাতে দেখা গেছে।
জানাগেছে, গত ৮ সেপ্টেম্বর নাজিরপুরে যুবদলের গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক হামলার ঘটনায় ১০ সেপ্টেম্বর বিষ্ফোরক আইনের ১৯০৮ এর ৩/৩ক/৬ ধারায় সদর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো. ইমরান শেখ শোভন সহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০/৫০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে নাজিরপুর থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় নাজিরপুর থানা পুলিশ ইমরান শেখ শোভন ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. সুমন খানকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ইমরান শেখ শোভন উপজেলার সদর ইউনিয়নের মো. ইলিয়াস হোসেন শেখ ও মিনারা পারভীন দম্পত্তির একমাত্র পুত্র এবং সুমন খান একই এলাকার মো. শামসুল ইসলাম খানের ছেলে। এ বিষয়ে ইমরান শেখ শোভনের মমতাময়ী মা মিনারা পারভীন জানান, আমার ছেলেকে ঘড় থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি বারবার থানায় গেছি আমার ছেলেকে ছাড়ানোর জন্য। পুলিশ আমার ছেলেকে ছাড়ে নাই বরং মিথ্যা মামলা দিয়ে জেলা হাজতে পাঠিয়েছে। আমি মা, আমার একটাই ছেলে, কত খারাপ লাগে আপনারা বোঝেন ? আমার খারাপ লাগাথেকেই আমার ছেলের নিঃশ্বর্ত মুক্তি চেয়ে নিজেই পোষ্টার লাগাচ্ছি।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৩:৪০ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ