কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৩


কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্বাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস পালন ও উন্নয়ন মেলা উপলক্ষে সোমবার সকাল ১১টায় (১৮ই সেপ্টেম্বর) এক শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ।


আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১১:১৫ ● ৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ