নলচিঠিতে চোরাই গরু দুমকিতে উদ্ধার, গ্রেফতার-২

প্রথম পাতা » পটুয়াখালী » নলচিঠিতে চোরাই গরু দুমকিতে উদ্ধার, গ্রেফতার-২
শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৩


নলচিঠিতে চোরাই গরু দুমকিতে উদ্ধার, গ্রেফতার-২

দুমকি(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

ঝালকাঠির নলচিঠি উপজেলার রায়পুরা গ্রামের চোরাই গরু পাচারকালে লেবুখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় উদ্ধার হয়েছে। এসময় চোরাই গরু পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি পিকআপসহ চোর চক্রের দু’সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টায় নীল রঙের একটি পিকআপ (বরিশাল মেট্রো-ণ ১১-০১৬৬) ভর্তি চোরাই গরু পাচারকালে লেবুখালী পায়রা সেতুর চেকপোষ্টে কর্তব্যরত পুলিশের হাতে ঝন্টু হাওলাদার (৩৮) ও আশিকুর রহমান (২৬) নামে চোরচক্রের দুই সদস্য গ্রেফতার ও পিকআপসহ একটি চোরাই বকনা বাছুর উদ্ধার হয়। ধৃতরা অধিকতর জিজ্ঞাসাবাদে ওইরাতে ঝালকাঠী জেলার নলচিঠি উপজেলার মগর ইউনিয়নের রায়পুরা থেকে বকনা বছুরটি চুরি করে আনার স্বীকারোক্তি দিয়েছে। এ ঘটনায় শুক্রবার নলচিঠি থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকর্মকর্তা ও চোরাই গরুর মালিক শামিম আহম্মেদ শুক্রবার বিকেলে দুমকি থানায় এসে উদ্ধার হওয়া গরুটি সনাক্ত করলে ধৃত আসামী ও জব্দকৃত পিকআপসহ গরুটি নলচিঠি পুলিশে হস্তান্তর করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:০৭ ● ২৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ