আমতলীতে দেড় মাসেও হয়নি যুবলীগের কমিটি

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে দেড় মাসেও হয়নি যুবলীগের কমিটি
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০২৩


 

আমতলীতে দেড় মাসেও হয়নি যুবলীগের কমিটি

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

 

অভিভাবকহীন হয়ে বিচ্ছিন্ন ভাবে চলছে আমতলী উপজেলা যুবলীগ। সম্মেলনের দেড় মাস পেরিয়ে গেলেও এখনো কমিটি ঘোষনা করা হয়নি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিটি ঘোষনা না করায় তৃণমুল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পরেছে। নেতাকর্মীরা বিছিন্নভাবে দায়সারা সাংগঠনিক কার্যক্রম পালন করছেন। দ্রুত কমিটি ঘোষনার দাবী জানিয়েছেন তৃণমুল নেতাকর্মীরা।

জানাগেছে, ১০ বছর পর গত ৩০ জুলাই আমতলী উপজেলা যুবলীগ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অন্তত হাজার খানের তৃণমুল নেতাকর্মী অংশ নেয়। উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হয় সম্মেলন। সম্মেলনের দের মাস পেরিয়ে গেলেও আমতলী উপজেলা কমিটি ঘোষনা হয়নি। এতে তৃণমুল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিছিন্ন হয়ে পরেছে নেতৃত্বে আসা নেতারা। উপজেলা যুবলীগের দলীয় কার্যক্রম ঝিমিয়ে পরেছে। বিপাকে পরেছে তৃণমুল নেতাকর্মীরা। তারা কোন নেতার পক্ষে দলীয় কার্যক্রমে অংশ নেবে আর কোন নেতার রেশানলে পড়বে। এতে অনেক তৃণমুল নেতাকর্মীরা দলীয় কর্মসুচীতে অংশ নিচ্ছে না। ফলে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলা যুবলীগ নেতাকর্মীরা অনেকটা নিস্ত্রিয় হয়ে পরেছেন। সম্মেলনের পুর্বে বরগুনা জেলা যুবলীগ কমিটির কাছে আমতলী উপজেলা যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় দের কুড়ি জীবনবৃতান্ত জমা দেন। ওই জীবন বৃতান্তের মধ্যে যাছাই বাছাইতে অনেক নেতার নাম বাদ পরেছে বলে জেলা যুবলীগ সুত্রে জানাগেছে। কিন্তু দলীয় শৃংখলা রক্ষায় ওই তাদের নাম প্রকাশ করেনি জেলা যুবলীগ। উপজেলা যুবলীগের নেতৃত্বে আসার সম্ভাবনায় রয়েছেন উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ, পৌর যুবলীগ সভাপতি অ্যাড. আরিফ-উল হাসান আরিফ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা, মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসাইন,  পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তিঠু ও কাওসার আহম্মেদ পপিন।  তারা কেন্দ্রিয় কর্মসুচী ও দলীয় কার্যক্রম আলাদা আলাদাভাবে অংশ নিচ্ছে। এতে কেন্দ্রিয় ও দলীয় কর্মসুচী সফলভাবে পালন হচ্ছে না বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী বলেন।  জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সক্রিয়ভাবে দলীয় কর্মসুচী সফল করতে দ্রুত কমিটি ঘোষনার দাবী তৃণমুল নেতাকর্মীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমুল নেতাকর্মী বলেন, কেন্দ্রীয়ভাবে বৃক্ষরোপনের নির্দেশনা আসলেও উপজেলার নেতৃত্বে আসার দাবী রাখেন এমন কয়েকজন নেতার কারনে ওই বৃক্ষরোপন কর্মসুচীতে অনেক তৃণমুল নেতাকর্মী অংশ নিতে পারেনি। তারা নিজেদের বলয় তৈরি করে বৃক্ষরোপন কর্মসুচী পালন করেছেন।

গুলিশাখালী ইউনিয়ন যুবলীগ সভাপতি কামাল হোসেন বলেন, কমিটি ঘোষনা না হওয়ায় তৃণমুল নেতাকর্মীরা অভিভাবকহীন হয়ে পরেছে। দলীয় কার্যক্রমে তৃণমুল নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে না। দ্রুত কমিটি ঘোষনা হলে তৃণমুল নেতাকর্মীরা সক্রিয়ভাবে দলীয় কার্যক্রমে অংশ নিবে।

বরগুনা জেলা যুবলীগ সভাপতি রেজাউল কবির এ্যাটম বলেন, সম্মেলনের পরে বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কেন্দ্রিয়  নেতাদের নির্দেশে যাচাই বাছাই কাজ সম্পন্ন করেছি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সতর্কতার সাথে কমিটি ঘোষনার কাজ চলছে, যাতে কোন ভুল না হয়। তিনি আরো বলেন, কেন্দ্রিয় নেতাদের নির্দেশে কমিটি ঘোষনা করা হবে। অল্প সময়ের মধ্যে কমিটি ঘোষনা হতে পারে আবার একটু সময়ও লাগতে পারে।

 

 

 

এমএইচকে/এমআর

 

বাংলাদেশ সময়: ১৯:৫২:৫২ ● ৩৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ