কলাপাড়ায় জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ!

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ!
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০২৩


কলাপাড়ায় জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা মনোজ চন্দ্র মিস্ত্রীর পৈত্রিক সম্পত্তি স্থানীয় ভূমিদস্যু মিলন গাজী কর্তৃক জবর-দখল ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কলাপাড়া নাগরিক উদ্যোগ’র আয়োজনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজসেবক বাদল মাতব্বরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগ’র আহ্বায়ক ও বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা কমরেড নাসির তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আমতলী উপজেলা শাখা’র সভাপতি খাঁন মতিউর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া শাখা’র সাংগঠনিক সম্পাদক ও নাগরিক উদ্যোগ’র সদস্য উত্তম দাস, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম ও বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখা’র যুগ্ম আহ্বায়ক নয়নাভিরাম গাইন নয়ন। এসময় ভূক্তোভোগী মনোজ মিস্ত্রী’র পরিবারসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মিলন গাজী একজন ধুরন্ধর প্রকৃতির লোক। সে সংখ্যালঘু সম্প্রদায়ের সহজ সরল মনোজ মিস্ত্রীর জমি জোরপূর্বক দখল করে রেখেছে। বিষয়টির প্রতিকার চেয়ে ভূক্তোভোগী মনোজ স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। কিন্তু মিলন গাজী ইউনিয়ন পরিষদের সালিশ বৈঠকও অমান্য করেন। সর্বশেষ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কলাপাড়া শাখা মনোজের অভিযোগের ভিত্তিতে বিষয়টির সুষ্ঠু সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। তাদের রিপোর্ট মিলন গাজীর বিপক্ষে যায়। এতে সে ক্ষিপ্ত হয়ে মনোজ মিস্ত্রী’র বিরুদ্ধে মারধরের একটি মিথ্যা মামলা দায়ের করেন। বক্তারা মনোজ মিস্ত্রী’র জমি ফেরতসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৬:৩৭ ● ১৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ