গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে যুবলীগের ওয়ার্ড কমিটি গঠনের জন্য টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে সংগঠনে ত্যাগী ও যোগ্য নেতারা নেতৃত্বে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি এতে ক্ষমতাসীন দলের সুনামও ক্ষুণœ হচ্ছে।
চালিতাবুনিয়া ইউনিয়ন নেতা-কর্মীর অভিযোগ, সম্পতি চালিতাবুনিয়ায় ৯টি ওয়ার্ড যুবলীগের কমিটির অনুমোদন দিতে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আ. লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রানা হাওলাদার প্রদপ্রত্যাশীদের কাছ থেকে টাকা আদায় করে রাতের অন্ধকারে পকেট কমিটি দিয়েছেন বলে একাধিক সূত্র তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। যাঁরা টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছেন বা টাকা দিতে পারছেন না, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও পদবঞ্চিত হচ্ছেন।
চালিতাবুনিয়া ইউনিয়ন আ. লীগের সভাপতি যুবলীগের ত্যাগী নেতাদের নাম দিলেও রাতের অন্ধকারে সে নাম বাদ দিয়ে বিএনপি থেকে আসা লোকজনদের পদ দিয়েছেন যুবলীগ।
এ বিষয়ে চালিতাবুনিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি সাইদুর রহমান রানা হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা থেকে যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক আমার ইউনিয়নে আসছে তাদেও একটা খরচ আছে না।
যুবলীগ নেতা প্রদপ্রত্যাশী শাকিল ফকির বলেন, আমি ছাত্রলীগ থেকে যুবলীগ করে আসছি আমার পরিবার আওয়ীলীগ পরিবার যুবলীগের একজন ত্যাগী নেতা হওয়ার পরেও টাকার কাছে হেরে গেলাম। বিএনপি থেকে এসে যুবলীগের পদ পায়। চালিতাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদককে টাকা দিলেই আমি যুবলীগের পদ পেতাম। এ রকম অভিযোগ চালিতাবুনিয়া ইউনিয়নের ত্যাগী যুবলীগের অনেক কর্মীর।
চালিতাবুনিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ জলিল হাওলাদার বলেন, ইউনিয়নে যুবলীগের ৯টি ওয়ার্ডের কমিটি করেছে টাকার বিনিময়। ওই কমিটি গঠনে কয়েক লাখ টাকার বিনিময় হয়েছে। চালিতাবুনিয়া ইউনিয়নের কমিটিতে পদ পাওয়ার বিষয়টি রীতিমতো নিলামে উঠেছিল। যাঁরা বেশি টাকা দিয়েছেন তাঁরাই পদ পেয়েছেন, ত্যাগীদের কোনো মূল্যায়ন করা হয়নি নূন্যতম।
উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন তালুকদার বলেন, টাকা নেওয়ার অভিযোগ শুনেছি। কিন্তু কে টাকা দিয়েছে আর কে নিয়েছে সে বিষয়ে আমার কিছু জানা নেই।
চালিতাবুনিয়া ইউনিয়নে যুবলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ননী মুফতি বলেন, সম্প্রতি ৯টি ওয়ার্ডে যুবলীগের যে কমিটি করা হয়েছে কিছু ওয়ার্ডে বিএনপি থেকে আসা হাইব্রীডদের কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। বিষয়টি আসলেই দুঃখজনক।
আ.লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, চালিতাবুনিয়া ইউনিয়নে যুবলীগের ত্যাগী কর্মীদের বাদ দিয়ে রাতের অন্ধকারে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে করে ভবিষতে দল ক্ষতিগ্রস্ত হবে।
জেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ বলেন, তদন্ত করে বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখবো। এই ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই দলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এসডি/এমআর