ডাক্তারের ওপর হামলা-মারধরের অভিযোগ দশমিনায় হাসপাতালে পুলিশ মোতায়ন

প্রথম পাতা » সর্বশেষ » ডাক্তারের ওপর হামলা-মারধরের অভিযোগ দশমিনায় হাসপাতালে পুলিশ মোতায়ন
রবিবার ● ২০ জানুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর দশমিনা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের আবাশিক মেডিকেল অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমানের ওপর এক রোগীর স্বজনরা হামলা-মারধর করার অভিযোগ। শনিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রনে শেষ পর্যন্ত পুলিশ মোতায়ন করে।
জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোনাবাদ এলাকার মূত্যু মতি বিডিয়ারের অসুস্থ্য স্ত্রী মোসাঃ ছকিনা বেগম শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় হাসপাতাল কোয়ার্টারে ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান এর কাছে চিকিৎসা সেবা নিতে আসে । এ সময় ডাক্তার নিজেই অসুস্থ্য বলে আর রোগী দেখবে না বলে জানিয়ে দেন। এতে রোগী ক্ষিপ্ত হয়ে বের হয়ে যায় । পরে রোগী ও তার স্বজনরা ওই রাত ৮টায় ডাক্তারের কোয়ার্টাররত চেম্বারে ডাক্তারের ওপর হামলা করতে উদ্দৃত হয়। এ সময় উপস্থিত বিভিন্ন ওষধ কম্পানির প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রনের আনার জন্য চেষ্ট করলে রোগীর স্বজনরা তাদেরকে মারধর করে। মোসাঃ- ছকিনা বেগম বলেন, আমার সাথে খারাব ব্যবহার করেছে ডাক্তার । ডাক্তার মোস্তাফিজুর রহমান বলেন, আমি সকাল থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত প্রায় ১০ ঘন্টা রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছি । ওই রোগী আসলে আমি নিজে অসুস্থ্য বলে জানালে রোগী পরবর্তীতে স্বজনদের নিয়ে এসে আমার ওপর হামলা করার উদ্দৃত হয় এবং আমার রুমে থাকা রিপ্রেজেন্টিভরা বাধা দিলে তাদেরকে মারধর করে। আমি এ ঘটনার ১০/১২ মিনিট আগে  কয়েকবার বমি করেছি।

এসবি/এনইউবি

বাংলাদেশ সময়: ০:০৩:৪১ ● ৭৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ