নেছারাবাদে করাতের আঘাতে শ্রমিকের মৃত্যু!

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে করাতের আঘাতে শ্রমিকের মৃত্যু!
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩


নেছারাবাদে করাতের আঘাতে শ্রমিকের মৃত্যু!

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক হাত করাতের আঘাতে মো. সুমন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোহাগদল গ্রামে বরছাকাঠি এলাকার একটি স্বমিলে ওই দুর্ঘটনাটি ঘটেছে। মো. সুমন উপজেলার সোহাগদল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে। এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওইদিন সকালে সুমন ইলেকট্রিক করাত দিয়ে স্ব-মিলের বড় সাইজের গাছ খন্ড করে (স্থানীয় ভাষা বোড) কাটছিলেন। এ সময় অসাবধানতা বশত হাত ফসকে ইলেকট্রিক চালিত করাত সুমনের বুকের পাশে ছুটে  গিয়ে আঘাত করলে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক সুমন হালদার জানান আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:২৩ ● ৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ