দশমিনায় মৃত বাবার লাশ রেখে পরীক্ষার হলে মেয়ে!

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় মৃত বাবার লাশ রেখে পরীক্ষার হলে মেয়ে!
বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩


দশমিনায় মৃত বাবার লাশ রেখে পরীক্ষার হলে মেয়ে!

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় বাবার লাশ বাড়িতে রেখে চলমান এইচএসসি পরিক্ষায় অংশ নিয়েছেন মেয়ে। গতকাল বৃহস্পতিবার দশমিনা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা সূত্রে জানা যায়, দশমিনা বালিকা বিদ্যালয় সড়ক এলাকার বাসিন্দা ও দশমিনা ডলি আকবর মহিলা কলেজের বানিজ্য বিভাগের ছাত্রী রিপা আক্তারের বাবা মো. লিয়ার হোসেন (৫০) বুধবার গভীর রাতে শ^াসকষ্টে মৃত্যুবরন করেন। এঘটনায় বিমূর্ষ হয়ে পরেন রিপা ও তার পরিবার। আত্বীয় স্বজনের বারন করা স্বত্বেও গতকাল বৃহস্পতিবার বাবার লাশ বাড়িতে রেখেই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন পরিক্ষায় অংশ নেন রিপা। ঘটনা শুনে পরিক্ষার হলে উপস্থিত শিক্ষক ও পরিক্ষার্থী সহপাঠীরা রিপাকে শান্তনা জানান।
এবিষয়ে কেন্দ্র সচিব মো. মাহমুদুল্লাহ বলেন, রিপা তার বাবার লাশ বাড়িতে রেখে পরিক্ষায় অংশ নেওয়ায় তাকে শান্তনা দিয়ে মনোবল না হারানোর পরামর্শ দিয়েছি।
ডলি আকবর মহিলা কলেজের অধ্যাক্ষ মো. আব্দুল করিম বলেন, রিপা বানিজ্য বিভাগের মেধাবী ছাত্রী তাই মৃত বাবার লাশ বাড়িতে রেখে পরিক্ষায় অংশ নিতে শক্ত মনোবলের প্রয়োজন হয় রিপা সেটা করেছেন। তিনি আরো বলেন বাবা মা ও তিন বোনের মধ্যে রিপা মেজো, অত্যান্ত দরিদ্র পরিবারের মেয়ে রিপার একমাত্র অবলম্বন তার চা দোকানী বাবার মৃত্যুতে অনিশ্চয়তায় পরতে পারে তার শিক্ষা জীবন।
এবিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা বলেন, রিপা খুবই দরিদ্র পরিবারের মেয়ে তাই বাবার মৃত্যুতে তার লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২০:৩৩ ● ৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ