গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পটুয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো ও সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোখলেছুর রহমান, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মু. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা প্রতিরোধে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসন এবং সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার নির্দেশনা দেন। তিনি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে সকল ধরণের সহিংসতা বর্জনেরও আহ্বান জানান।
এসডি/এমআর