কলাপাড়ায় খাপড়াভাঙ্গা নদীর মোহনা খনন দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় খাপড়াভাঙ্গা নদীর মোহনা খনন দাবিতে মানববন্ধন
রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৩


কলাপাড়ায় খাপড়াভাঙ্গা নদীর মোহনা খনন দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

আন্ধারমানিক নদী থেকে খাপড়াভাঙ্গা চ্যানেলের প্রবেশপথ খননের দাবিতে শত শত জেলেসহ মৎস্য ও আড়ত মালিকরা মানববন্ধন করেছেন। শেখ রাসেল সেতুর ওপর শনিবার শেষ বিকেলে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিপুর মৎস্য ব্যবসায়ী-আড়ত মালিক সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বেপারী, মৎস্য ব্যবসায়ী ও মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফজলু গাজী, মেম্বার জামাল হাওলাদার, ট্রলার মালিক সমিতির সভাপতি দেলোয়ার গাজী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
বক্তারা জানান, দেশের মধ্য দক্ষিণ উপকূলের বৃহৎ ইলিশের মোকাম মহিপুর-আলীপুর মৎস্য বন্দর। রয়েছে কুয়াকাটার ইলিশসহ সামুদ্রিক মাছের মোকাম। ফি বছর এই মোকামে ৩০-৪৫ হাজার মেট্রিকটন ইলিশের সরবরাহ ঘটে। এছাড়া সামুদ্রিক মাছের আমদানি হয় আরো দশ হাজার মেট্রিকটন। যেখানে কলাপাড়ার উপকূল ছাড়াও দেশের বিভিন্ন স্থানের অন্তত ৬০ হাজার জেলে পরিবারসহ মৎস্য ব্যবসায়ী, আড়ত মালিক ও ট্রলারমালিকের জীবন-জীবিকার অবলম্বন এই মৎস্য বন্দরকে ঘিরে। কিন্তু গভীর সমুদ্রে মাছ শিকার শেষে সাগর মোহনা থেকে প্রবেশ করে আন্ধারমানিক নদী থেকে ট্রলার নিয়ে খাপড়াভাঙ্গা কিংবা শিববাড়িয়া চ্যানেলে প্রবেশ করে মৎস্য বন্দরে মাছ বেচাকেনায় ক্রমশ ঝুঁকি বাড়ছে। প্রবেশপথে পলির আস্তরণে ভরাট হওয়ায় এখন ভাঁটির সময় মাছ লোড করা ট্রলার চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে ডুবো ওই চরে ইলিশ বোঝাই ট্রলার আটকে পড়ছে। ফলে মাছের বৃহৎ এই মোকাম অচল হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বেকার হওয়ার শঙ্কায় রয়েছে এ পেশা সংশ্লিষ্ট ৫০ হাজার পরিবার। তারা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে এই নদীর প্রবেশদ্বার খননের দাবি জানান।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৭:৪৫ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ