ভান্ডারিয়ায় বিকারগ্রস্ত নারীর সন্তান প্রসব!

প্রথম পাতা » পিরোজপুর » ভান্ডারিয়ায় বিকারগ্রস্ত নারীর সন্তান প্রসব!
রবিবার ● ২৭ আগস্ট ২০২৩


ভান্ডারিয়ায় রাস্তার পাশে বিকারগ্রস্ত নারীর সন্তান প্রসব!

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ভান্ডারিয়ায় রাস্তার পাশে সন্তান  প্রসব করলেন  অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারী।  রবিবার (২৭  আগষ্ট)  সকালে  পৌর শহরের ভুবনেশ্বর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় ওই নারী  ফুটফুটে একটি  পুত্রসন্তান প্রসব করেন।  পরে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মা ও নবজাতককে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নবজাতক শিশুটির বাবা কে, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না  ওই প্রতিবন্ধী নারী  বা স্থানীয়দের কেউ।
স্থানীয়  প্রত্যক্ষদর্শী সুমন হাওলাদার (২৫) নামের এক রিক্সা চালক জানান, ওই নারী সন্তান প্রসাবের কালে থানা পুলিশের একটি গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের এমন ভুমিকায় স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে  ওই মানসিক ভারসাম্যহীন  নারী ভান্ডারিয়া উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবনযাপন করতেন । প্রসব ব্যথা ওঠার পর  ওই নরী  নিজে নিজেই তার গর্ভের সন্তানটি প্রসব করেন। সন্তান প্রসবের পর থেকে প্রসূতি ও নবজাতক সুস্থ আছে।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল আফিসার কামাল হোসেনে  মুঠোফোনে জানান,   প্রসূতি ও নবজাতকের যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান বলেন, ওই দিন সকালে মানসিক ভারসাম্যহীন  ওই নারী  একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছেন। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থ্যতা পরবর্তী সমাজসেবা অধিদপ্তরের আশ্রয়ণনর সহায়তা চাওয়া হবে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৯:২৭ ● ১৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ