গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশে আলিম পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশে আলিম পরীক্ষা অনুষ্ঠিত
রবিবার ● ২৭ আগস্ট ২০২৩


গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশে আলিম পরীক্ষা অনুষ্ঠিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় সারাদেশের ন্যায় মাদ্রাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়। রবিবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা কেন্দ্রগুলো ঘুরে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণপরিবেশ লক্ষ করা যায়। শিক্ষার্থীরা এ রকম পরিবেশে পরীক্ষা দিতে পেতে আনন্দিত।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর পরীক্ষানিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনায় শান্তি শৃঙ্খলার জন্য পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা ও কেন্দ্রের নিরাপত্তা জোরদার করেছে। চলতি বছর গলাচিপা উপজেলার ৭টি মাদ্রাসা কেন্দ্রথেকে ২ শত ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার কথা থাকলেও উপস্থিত থাকেন ২ শত ৩৬ জন এবং ৯ জন অনুপস্থিত ছিল। পরীক্ষা নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়োজিত সরকারী অফিসার, কেন্দ্র সচিব ও শ্রেণী কক্ষের দায়িত্বপ্রাপ্তরা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা নেয়। পুলিশ পরীক্ষা কেন্দ্রের আশে পাশে অবস্থান করেন এবং উপজেলা প্রশাসন শহরের ফটোকপির দোকান গুলো পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ রাখেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৫:০৬ ● ১৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ