বঙ্গবন্ধু কোন দিন পরনির্ভশীল ছিলো না-সাংসদ টিপু

প্রথম পাতা » বরগুনা » বঙ্গবন্ধু কোন দিন পরনির্ভশীল ছিলো না-সাংসদ টিপু
শুক্রবার ● ২৫ আগস্ট ২০২৩


বঙ্গবন্ধু কোন দিন পরনির্ভশীল ছিলো না-সাংসদ টিপু

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যত দিন নেতৃত্বে দেবেন তত দিন দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে। কোন ষড়যন্ত্র সফল হবে না আমাদের বিশ্বাস। আমাদের জনগন যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন ষড়যন্ত্র সফল হবে না। বঙ্গবন্ধুর ছিলেন পাড়ারের মতো উঁচু। তিনি ছিলের উদার মনের মানুষ। বঙ্গবন্ধুর মতো আর কোন মানুষ আসবে না। বঙ্গবন্ধু কোন দিন পরের নির্ভরশীল ছিলো না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও কোন দেশের উপরে নির্ভরশীল না। তিনি বিশ্বের পরশক্তি উপরে চোখে চোখ রেখে কথা বলেন। আমরা অনেক সময় বক্তব্যে শুনি বাংলাদেশ অন্য দেশের উপরে নির্ভরশীল অন্য দেশ ছাড়া চলতে পারে না এইটা ঠিক না, আমাদের দেশে আঠারো কোটি মানুষ,আমরা আমাদের উপরে নির্ভরশীল। বঙ্গবন্ধুর বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ সম্পন্ন। আমাদের জমিতে সোনালি ফসল হয়। আমাদের কোন অভাব নাই। আমরা এক নেতৃত্বের উপরে বিশ্বাস রাখবো। আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা নির্বাচনে অংশ গ্রহন করবো। শেখ হাসিনা চতুর্থ বারের মতো আবার প্রধানমন্ত্রী হয়ে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।
শুক্রবার সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমন’র ৪৮ তম শাহাদাত বার্ষিকী সহ সকল শহীদদের স্মরণে দোয়া-মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, মূলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ-জামান মিলন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম শাহিনুল ইসলাম সিকদার, সহ সভাপতি মোস্তফা কামাল চিশতী, দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ থানার ওসি(তদন্ত) অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমন্ডার আঃ করিম হাওলাদার, যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু,উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইস এম জসিম উদ্দিন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুনির হোসেন রুম্মন প্রমূখ।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫০:৫০ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ