বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া ঢিপু বলেছেন তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষ নারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম প্রত্যেকে বাড়ির আঙ্গিনায় বিভিন্ন সবজির বাগান করতো নারীরা। এখন আর সেটা দেখা যাই না। মাননীয় প্রধানমন্ত্রী বলছে কোন জায়গা ফাঁকা রাখা যাবে না,আমরা যদি প্রধানমন্ত্রী কথা মতো ফাঁকা জায়গায় না রেখে বিভিন্ন শাক সবজির বাগান করি তাহলে আমাদের দেশে কোন খাদ্যর পন্যের দাম বৃদ্ধি পাবে না। বাংলাদেশের প্রতিটা দপ্তর যদি সঠিক ভাবে কাজ করে তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বেশি সময় লাগবে না। আমরা আশা করবো সব জায়গায় রাজনীতি না করে আমাদের যার যত টুকু কাজ তা করলে অবশ্যই বাংলাদেশে এগিয়ে যাবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় বিশেষ উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্য তিনি এই সব কথা বলেন। তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তথ্য সেবার জন্য ৪৯০টা তথ্য কেন্দ্র ৪৯০ জন তথ্য অফিসার নিয়োগ দিয়েছেন। সরকার চেষ্টা করতে আছে আপনারা যদি তা ঠিক ভাবে পালন না করেন তাহলে চেষ্টা সঠিক হবে না। আপনারা এগিয়ে যান, দেশকে এগিয়ে নিয়ে যান। নারীদের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । আমাদের দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারী সমাজ উন্নতি লাভ করেছে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমাননের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল,বাবুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি এস. এম খালেদ হোসেন স্বপন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবাস সরকার, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক মোঃ মকিতুর রহমান কিসলু, বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল, বরিশাল এয়ারপোর্ট থানার ওসি তদন্ত লোকমান হোসেন,জাতীয় মহিলা সংস্থা বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান ইয়াসমিন আক্তার প্রমূখ।
এএ/এমআর