গলাচিপায় পূর্ব শত্রুতায় হাঁস-মুরগি-কবুতর নিধন!

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় পূর্ব শত্রুতায় হাঁস-মুরগি-কবুতর নিধন!
সোমবার ● ২১ আগস্ট ২০২৩


গলাচিপায় পূর্ব শত্রুতায় হাঁস-মুরগি-কবুতর নিধন!

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে গৃহপালিত পাখি হাঁস-মুরগি-কবুতর নিধনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাজল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকায়। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ১৫০টি হাঁস, ৮০টি মুরগি ও ২টি কবুতর দিনের বেলায় মারা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মো. হানিফ হাওলাদার। এঘটনায় গলাচিপা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। যার মামলা নং- ১০, তারিখ ১৮/০৮/২০২৩ খ্রি.। হানিফ হাওলাদার রতনদী তালতলী ইউনিয়নের নিম হাওলা গ্রামের মো. রজ্জব আলী হাওলাদারের ছেলে। আসামীরা হচ্ছেন মৃত. কাশেম সরদারের ছেলে মো. জসিম সরদার (৫০) ও জসিম সরদারের ছেলে মো. নাইম সরদার (২৫)।
মামলাসূত্রে ও মামলার বাদী মো.হানিফ হাওলাদার জানান, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় চরকাজলএলাকার ১ নম্বর সাক্ষী মো. রেজাউল হাওলাদারের বাড়িতে গত ১৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৪ টায় জমিজমা নিয়ে আসামীদের সাথে দ্বন্দ্ব হয়। পূর্ব শত্রুতার জেরে বাড়িতে থাকা ১৫০টি হাঁস, ৮০টি মুরগি ও ২টি কবুতর প্রকাশ্যে দিনের বেলায় একই এলাকার মো. জসিম সরদার ও তার ছেলে মো. নাইম সরদার সহ আরো কয়েকজন মিলে হাঁসগুলোকে মেরে ফেলে এবং বাড়িতে পুরুষ মানুষ না থাকায় মহিলাদের উপর ক্ষিপ্ত হয় এবং খারাপ ভাষায় গালাগালি করেন। এঘটনায় হানিফ হাওলাদারবড়শিবা পুলিশ ফাঁড়িতে জানালে ততক্ষনাতপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাঁস-মুরগি-কবুতর মারা হয়েছে এর আলামত পাওয়া যায়। এবিষয়ে হানিফ হাওলাদারগলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৮:২২ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ