বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ব্যবসায়ীর উপর হামলা দোকান ভাংচুর

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ব্যবসায়ীর উপর হামলা দোকান ভাংচুর
শনিবার ● ৯ মার্চ ২০১৯


---

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর উপর হামলা ও দোকানে ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে ৯ ঘটিকায় উপজেলার মাধবপাশা ইউনিয়নের পরিষদের সামনে বাজারের দোকানে এ হামলা চালানো হয়। এ ঘটনায় গুরুতর আহত আয়নাল সিকদার ও তার স্ত্রী শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আয়নাল সিকদার বাদলা গ্রামের ইসমাল সিকদারের ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ওই বাজারের আয়নাল সিকদারে চার দোকাননে এ হামলা চালায় স্থানীয় ইউপি সদস্য মানিক তালুকদারে নের্তৃত্বে একদল সন্ত্রাসী। এসময় তারা দোকানে ব্যাপক ভাংচুর করে ও লুটপাট চালায়। এসময় দোকানী আয়নাল সিকদার গায়ে গরম দুধ ডালে ও স্ত্রীকে পিটিয়ে আহত করে। ওই সন্ত্রাসী হামলায় মেম্বার মানিক ছাড়াও তার ভাই হানিফসহ ৩০-৪০ জন অনুসারী অংশগ্রহন করে। এ ঘটনার সাথে জড়িত মানিক মেম্বারসহ দোষীদের বিচারের দাবিতে বরিশাল-বানরীপাড়া সড়কে ঘন্টাব্যাপী অবরোধ করে ব্যবসায় ও এলাকাবাসীরা। এতে যানচলাচল বন্ধ হয়ে য়ায়। পরে এয়ারপোর্ট থানা  পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়। নাম প্রকাশ না করার শর্তে ওই বাজারের এক ব্যবসায়ী বলেন, মেম্বার মানিক একজন সন্ত্রাসী। এরআগে সে অনেক ব্যবসায়ীদের সাথে এ ঘটনা ঘঠেছে। জানতে চাইলে বাজার কমিটির সভাপতি মোঃ মোক্তার হোসেন খলিফা বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। তবে স্থানীয়দের নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। এ বিষয়ে এয়াপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল’র বলেন, আমরা একজনকে আটক করছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৩০ ● ৬২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ