গলাচিপায় জাতীয় শোক দিবস পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় জাতীয় শোক দিবস পালিত
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩


গলাচিপায় জাতীয় শোক দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন মহলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মসজিদে দোয়া-মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।পরে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। পরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক বিজিবির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন। এ ছাড়াও গলাচিপা থানা, গলাচিপা পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গলাচিপা প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।এদিকে, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই দিন ভোরে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মাইকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় পৌরমঞ্চ চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এর আগে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এমপি এসএম শাহজাদা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিজিবির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, পৌর মেয়র আহসানুল হক তুহিন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. তসলিম সিকদার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসম জাওয়াদ সুজন, সদস্য অ্যাডভোকেট মু. ফকরুল ইসলাম মুকুল প্রমুখ। এ ছাড়াও আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীসহ সর্ব সাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১১:১২ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ