গৌরনদীতে ইউপি সদস্যসহ তিন মাদক বিক্রেতা কারাগারে

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে ইউপি সদস্যসহ তিন মাদক বিক্রেতা কারাগারে
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩


গৌরনদীতে ইউপি সদস্যসহ তিন মাদক বিক্রেতা কারাগারে

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে ৮ হাজার ৯২৬ পিচ পিস ইয়াবা ও ৩০ গ্রাম ইয়াবার গুড়াসহ  গ্রেফতারকৃত ইউপি সদস্য, যুবলীগ কর্মী ও তার ২ সহযোগীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। দারা হলেন- গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আশ্রাবালী সরদারের ছেলে ইউপি সদস্য ও যুবলীগ কর্মী সোহেল সরদার (৩২) এবং তার দুই সহযোগি কক্সবাজারের টেকনাফ থানার জাফরের বাড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্বলেদা (লামারপাড়া) গ্রামের হালিমা বেগম (৪০) ও তার ছেলে মোহাম্মদ ফোরকান (২২)।
জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রোববার বিকালে ভূরঘাটা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ওই ৩ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি প্যাকেটের মধ্যে ৪৭ টি নীল রংয়ের প্যাকেটের মধ্য থেকে ৮ হাজার ৯২৬ পিচ ইয়াবা, ৩০ গ্রাম ইয়াবার গুড়া, নগদ ২০ হাজার টাকা এবং ৩টি মুঠোফোন জব্দ করে ডিবি পুলিশ।  হালিমা এর আগেও তার ছেলে ফোরকানকে সঙ্গে নিয়ে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকা হয়ে গৌরনদীতে ইউপি সদস্য সোহেল সরদারের কাছে এসেছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বাদি হয়ে আটক ৩ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাদের বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদাদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৬:০২ ● ১১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ