পিরোজপুরে সাঈদীর দাফন সম্পন্ন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে সাঈদীর দাফন সম্পন্ন
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩


পিরোজপুরে সাঈদীর জানাজা নামাজ অনুষ্ঠিত

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুর সোয়া ১টায় পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন মাঠে জানাজা নামাজের ইমামতি করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। এর আগে পুলিশী প্রহরায় মরদেহ মঙ্গলবার সকাল ১০ টায় তার প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনে পৌঁছে। সাঈদী ফাউন্ডেশন মাঠে জানাজা শেষে ফাউন্ডেশনস্থ কবরস্থানে তার বড় ছেলে রফিক বীন সাঈদীর কবরের পাশে দাফন করা হয়। জানাজা নামাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ অংশ গ্রহন করে।
উল্লেখ্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন ঢাকার শহীদবাগ  বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ২ আগস্ট মানবতা বিরোধী অপরাধে তাকে গ্রেফতার দেখানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি হত্যা, লুটপাট, ধর্মান্তরিত করানোসহ বিভিন্ন অপরাধে তাকে মৃত্যুদন্ড প্রদান করে। পরে তিনি আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ  মৃত্যুদন্ড কমিয়ে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন। ওই আদেশ পুনঃবিবেচনার জন্য আবেদন করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি আমৃত্যু  কারাদন্ডাদেশ বহাল রাখেন। সেই থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৪:১৩ ● ১৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ