পিরোজপুরে ৭৭হাজার মানুষ পাচ্ছে টিসিবি পণ্য

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে ৭৭হাজার মানুষ পাচ্ছে টিসিবি পণ্য
সোমবার ● ১৪ আগস্ট ২০২৩


পিরোজপুরে ৭৭ হাজার মানুষ পাচ্ছে টিসিবি পণ্য

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে ৭৭ হাজার স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকি মূল্যে চাল, ডাল ও তেল বিক্রি শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার(১৪ আগষ্ট) সকাল ১০ টায় পিরোজপুর পৌরসভার বাইপাস সড়কের পানির পাম্প কেন্দ্রে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ। বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পিরোজপুর জেলার ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নের ৭৭ হাজার ৫০১ জন বিশেষ কার্ডধারীকে এ সুবিধা প্রদান করবেন। ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং প্রতি লিটার ১০০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে ৫ কেজি চাল প্রদান করা হচ্ছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৭:৪২ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ