উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় নৌকাকে বিজয়ী করা ছাড়া বিকল্প নাই- এমপি মহিবর

প্রথম পাতা » পটুয়াখালী » উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় নৌকাকে বিজয়ী করা ছাড়া বিকল্প নাই- এমপি মহিবর
সোমবার ● ১৪ আগস্ট ২০২৩


উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় নৌকাকে বিজয়ী করা ছাড়া বিকল্প নাই- এমপি মহিবর

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় মানে সাধীনতার বিজয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন। জাতির পিতা বংগবন্ধু শেখ মজিবর রহমানের জাতির পিতার সুযোগ্যা কন্যা জনগনের ভাগ্যোন্নয়নের সুপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কলাপাড়া রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব।

রাত আটটায় রিপোর্টস ইউনিটি মিলনায়তনের এ মতবিনিময় সভায় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময়ের অনাগ্রসর জনপদ কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর, এশিয়ার বৃহৎ ত্রিমাত্রিক শের এ বাংলা নৌঘাঁটি, ১৩২০ মেঘাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, এশিয়ার বৃহৎ ত্রিমাত্রিক শের এ বাংলা নৌঘাঁটি, ১৩২০ মেঘাওয়াট পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ এর ১৩২০ মেঘাওয়াট তাপ বিদুৎ কেন্দ্র, সাব মেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করেছে। যার মাধ্যমে এক সময়ের অবহেলিত এ অঞ্চলে শিল্প বিপ্লব তৈরি হয়েছে। হাজার হাজার মানুষের কমসংস্থান তৈরি হয়েছে। পাচটি চর ইউনিয়ন নিয়ে রাংগাবালীকে উপজেলায় উন্নীত করছেন। সাব মেরিন ক্যাবলের মাধ্যমে সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। সকল সুবিধা সংযুক্ত হাসপাতালের কাজ চলছে।
তিনি বলেন, রাংগাবালীর সোনার চর, জাহাজ মারার চরসহ বেশ কয়েকটি চরে সম্ভাবনা যাচাই শেষে ইকো ট্যুরিজমের তৈরির পরিকল্পনা চলছে। কুয়াকাটার ভাগংন রোধসহ এর উন্নয়নে মেঘা পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
তার পাচ বছরবে উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে এমপি মহিব বলেন, জগদ্দল পাথরের মত চেপে বসা সালিশ বানিজ্য, দালাল সিন্ডিকেট এবং সন্ত্রাস একেবারেই বন্ধ করে দিয়েছি। দলীয় বিভাজন বন্ধ হয়েছে।
এ অঞ্চলের তথা দেশের উন্নয়নকে এগিয়ে নিতে দলমত নিবিশেষে সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে এমপি মহিব বলেন, নৌকা সকলের। নৌকা উন্নয়নের। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে, উন্নয়ন ধারাবাহিতা বজায় রাখতে এ নৌকাকে বিজয়ী করা ছাড়া বিকল্প নাই।
জাতির পিতার নৃশংস হত্যার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, সেদিন জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন,  জাতির উন্নয়ন বাধাগ্রস্ত করতে চেয়েছিল দেশী-বিদেশী একটি চক্র। তার সুযোগ্যা কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা সংগ্রামের মধ্য দিয়ে দেশ-জাতিকে আজ সমৃদ্ধির পথে নিয়ে এসেছেন।
গণমাধ্যমের জন্য প্রধানমন্ত্রীর নানা অবদানের কথা তুলে ধরে এমপি মহিব বলেন, বিগত দিনের ন্যায় এবারও আপনারা নৌকা তথা জননেত্রী শেখ হাসিনার বিজয়ে জন্য আগ্রনী ভূমিকা পালন করবেন।
কলাপাড়া রিপোর্টস ইউনিটির সভাপতি জাহিদ রিপনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বাবু বিপুল হাওলাদার, ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু।
মতবিনিময় শেষে পটুয়াখালী-৪ আসনের সফল এমপি মহিবকে ইউনিটির ক্রেস্ট উপহার দেয়া হয়।


জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৯:৫২ ● ১৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ