বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা পৃথিবীর জঘন্য তম ব্যক্তি। এত বড় নিষ্ঠুর, মানবতার লঙ্ঘন বিশ্বের আর হয়েছে কি না জানা নেই। একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ভেবেছিল বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মধ্য দিয়ে এই বাংলাদেশে হয়তো আর স্বাধীনচেতা মানুষ বা জনগণের কল্যাণ করার মতো কেউ থাকবে না। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারীকে নিয়ে তাদের ভয় ছিল। সেই কারণে বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্যকে নির্মম হত্যাকান্ডের শিকার হতে হয়েছিল।
রোববার সকালে মুলাদী উপজেলা পরিষদ চত্বরে মুলাদী উপজেলা কৃষক লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্য তিনি এই সব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে রাত দিন কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তলাবিহীন বাংলাদেশকে সারা বিশে^র কাছে উন্নয়নের রোল মডেল করেছে জননেত্রী শেখ হাসিনা। মুলাদী উপজেলা কৃষক লীগের সভাপতি এইচ এম কামাল পাশা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল ফকিরের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ ড. মোঃ হারুন অর রশিদ বিশ্বাস বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাঙালি কখনো স্বাধীন রাষ্ট্র পেতো না, কখনো স্বাধীন বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো না। পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু লড়াই-সংগ্রাম শুরু করেছিলেন। দীর্ঘ ২৩ বছর নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ করে বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। পরে জনগণের ম্যান্ডেট নিয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। পৃথিবীতে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য অনেক জায়গায় অনেক ক্যু হয়েছে। অনেক সময় অনেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। কিন্তু এভাবে নারী, শিশুসহ পরিবারের সকল সদস্যকে হত্যাকান্ডের ঘটনা পৃথিবীতে ঘটেনি, এমন দ্বিতীয় কোনো নজির নেই। এর মধ্য দিয়ে বোঝা যায় পঁচাত্তরের নির্মম, নিষ্ঠুর বর্বরোচিত হত্যাকান্ড ছিল একাত্তর সালের পরাজয়ের চরম প্রতিশোধ নেয়ার জন্য, এবং সেটাই নিয়েছে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড সাইফুল ইসলাম গিয়াস, কেদ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড কাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুব লীগের সাবেক সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, বরিশাল জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড শেখ মোঃ মিজানুর রহমান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কাওছার। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন মুলাদী উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান তোতা, মুলাদী পৌর কৃষক লীগের সভাপতি সিহাব উদ্দিন রাঢ়ী, মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ফিরোজ, মুলাদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, মুলাদী পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হাওলাদার প্রমূখ।
এএ/এমআর