এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানেপড়া-লেখায় মনোযোগি হও নকলের কথা ভুলে যাও-নওরীন হক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানেপড়া-লেখায় মনোযোগি হও নকলের কথা ভুলে যাও-নওরীন হক
শনিবার ● ১২ আগস্ট ২০২৩


পড়া-লেখায় মনোযোগি হও নকলের কথা ভুলে যাও-নওরীন হক

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেছেন, পড়া-লেখায় মনোযোগি হয়ে নকলের কথা ভুলে যাও। আমি এ্ই পর্যায় আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ভাল ফলাফল করে কলেজ ও অভিভাবকের মুখ উজ্জল কর। তাহলেই তোমাদের সফলতা আসবে।
শনিবার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রী কলেজ ৪র্থ তলায় সম্মেলন কক্ষে এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
কলেজের গভানিংবডির সভাপতি সাবেক অধ্যক্ষ কয়সার আহম্মেদ দুলারের সভাপতিত্বে অনুুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ এম এ মাজেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক গোলাম কবির মহাজন,  ইউসুফ হোসেন ইমন, যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, প্রভাষক জাহিদ হাসান, বিদায়ী শিক্ষার্থী মাহমুদুল হাসান, ফুয়াদ হোসেন, অধ্যরত শিক্ষার্থী নুশরাত জাহান বীথি, জাহিদ হাসান প্রমুখ।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪০ ● ২১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ