প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠন করতে হবে-অধ্যাপক মাহবুবুর রহমান

প্রথম পাতা » বরগুনা » প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও জাতীয় সরকার গঠন করতে হবে-অধ্যাপক মাহবুবুর রহমান
শনিবার ● ১২ আগস্ট ২০২৩


প্রধান নির্বাচন কমিশনার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥।

ব্যর্থ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল‘র পদত্যাগ, জাতীয় সরকার গঠন ও আওয়ামীলীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষনা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
শনিবার বিকেলে আমতলী উপজেলা শাখার আয়োজিত তৃণমুল প্রতিনিধি সম্মেলন এ কথা বলেছেন তিনি। রোজগার্ডেন কমিউনিটি সেন্টারের সম্মেলনে কয়েক’শ তৃণমুল প্রতিনিধি অংশ নেয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার তৃণমুল প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে।
আমতলী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নাজমুল আহসান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুফতি ওমর ফারুক জিহাদী, মুফতি মিজানুর রহমান কাসেমী, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, মাওলানা আরআইএম অহিদুজ্জামান, ও মাওলানা আব্দুস শাকুর। সেক্রেটারী গাজী মুহাম্মদ বায়েজিদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, মাওলানা শফিউল আলম কালামপুরী, বীর মুক্তিযোদ্ধা শাহআলম তালুকদার, মাওলানা নিজাম উদ্দিন, মুহাম্মদ কামরুজ্জামান, মৌলভী মুহাম্মদ নুরুল ইসলাম আকন, মাওলানা মুহাম্মদ আবু তাদের, হাফেজ মাওলানা ইউসুফ মাতুবব, মৌলুভী মুহাম্মদ মোশাররফ হোসেন, মুহাম্মদ বায়েজিদ মাহমুদ, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান নাসির ও মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৩:৫৯ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ