চরফ্যাশনে ১শ পরিবার পেল স্বপ্নের ঠিকানা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে ১শ পরিবার পেল স্বপ্নের ঠিকানা
বুধবার ● ৯ আগস্ট ২০২৩


চরফ্যাশনে ১শ পরিবার পেল স্বপ্নের ঠিকানা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশনের এওয়াজপুর ও চর কলমী ইউনিয়নের ১’শ  গৃহহীন অসহায় পরিবারকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর। আশ্রয়ন প্রকল্প -২ এর চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে এসব ঘর দেয়া হয়েছে ভূমি ও গৃহহীন পরিবারকে।
বুধবার (৯ আগষ্ট) ২শতক করে জমিসহ সেমিপাকা একটি করে ঘরের দলিল ও চাবি  তালিকাভুক্ত পরিবারের হাতে হস্তান্তর করেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান, চরফ্যাশন প্রেক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক  অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম খোকন, ইউপি চেয়ারম্যান কাওসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারি রেজাউল করিম মন্টুসহ ইউপি ভূমি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৫০ ● ১২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ