আমতলীতে স্বপ্নের ঠিকানা পেল ৭৫হতদরিদ্র পরিবার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে স্বপ্নের ঠিকানা পেল ৭৫হতদরিদ্র পরিবার
বুধবার ● ৯ আগস্ট ২০২৩


আমতলীতে স্বপ্নের ঠিকানা পেল ৭৫হতদরিদ্র পরিবার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

স্বপ্নের ঠিকানা পেল আমতলী উপজেলার ৭৫ হতদরিদ্র, প্রতিবন্ধি ও অস্বচ্ছল পরিবার। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া ও ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম তাদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বপ্নের ঠিকানা পেয়ে তারা বেজায় খুশি।
জানাগেছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২৭ অক্টোবর তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় “প্রত্যেকের জন্য বাড়ী, গ্রাম হবে শহর” এমন ঘোষনা দেন। এরপর থেকে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র, অস্বচ্ছয় ও প্রতিবন্ধিদের মাঝে জমি ও ঘর করে দেয়ার প্রকল্প হাতে নেন।  প্রকল্পের চার ধাপে আমতলী উপজেলার ৬৬৭ পরিবার পাকা ঘর পেয়েছে। এর মধ্যে বুধবার ৭৫ পরিবারের মাঝে পাকা ঘর ও জমির দলিল হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমতলী উপজেলার ৭৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ওই পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, ডাঃ জায়েদ আলম ইরাম, কৃষিবীদ রাসেল, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা ও অ্যাড, এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫২:০৬ ● ১৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ